"I speak of legend, I speak of my ancestor, I speak of the restless present, and of the final struggle in future." --- Abu Zafar Obaidullah
Social Media
▼
May 22, 2020
মূল্যবোধের খোঁজে
জীবনে অনেক কিছু হতে চেয়েছিলাম- ধর্মযাজক, শিক্ষক, সরকারি বা এনজিও কর্মকর্তা, আরো কতো কি! কিন্তু শেষ পর্যন্ত হয়েছি সাংবাদিক। ২০০৮ খ্রিস্টাব্দে এশিয়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা UCAN (www.ucanews.com)-এ যোগদান করি অনেকটা কাকতালীয়ভাবে, এবং শূন্য থেকে শুরু করে কালক্রমে সাংবাদিকতা হয়ে উঠে আমার পেশা, নেশা ও জীবনাহ্বান। আমার সাংবাদিক জীবনের যাত্রাপথের কিছু কথা, অভিজ্ঞতা ও উপলব্ধি সহভাগিতা করার সুযোগ ঘটেছে যুক্তরাষ্ট্র নিবাসী বন্ধু Leonard Bonny Plama এবং কানাডা নিবাসী John Sumon Gomes-র বিশেষ আয়োজনে। বনি ও জন এ করোনা মহামারীর কালে তাদের সৃজনশীলতার সদ্ব্যবহার ঘটিয়ে "মূল্যবোধের খোঁজে" নামক লাইভ আড্ডাতে বিভিন্ন বাংলাদেশী ও প্রবাসী ব্যক্তি ও পরিবারের জীবন দর্শন, অভিজ্ঞতা ও উপলব্ধিকে প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন। তাদের এ অভিনব ও সুন্দর প্রয়াসকে সাধুবাদ জানাই।
নিচের লিংকে আমার সাথে বনির কথোপকথনের ইউটিউব ভিডিওটি পাওয়া যাবে। আগ্রহীগণ চাইলে এক নজর বোলাতে পারেন। যদি ভাল লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং জন ও বনির প্রযোজনায় চালিত Seeking of Values চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
No comments:
Post a Comment