May 16, 2018

প্রসঙ্গ: পান্থনিবাস

জন ভিয়ান্নী উচ্চ মাধ্যমিক সেমিনারীটি বন্ধ করে দেয়া হয়েছে ১৪ মে, ২০১৮
সম্প্রতি ফেসবুক মারফত জানতে পারলাম উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ঢাকার পশ্চিম তেজতুরী বাজার (শুকরের গলি নামেও সমধিক খ্যাত) অবস্থিত জন ভিয়ান্নী উচ্চ মাধ্যমিক সেমিনারীটি বন্ধ করে দেয়া হয়েছে ১৪ মে, ২০১৮। বিগত ১৯৯৯/২০০০ খ্রিস্টাব্দ থেকে সেমিনারীটি ঢাকা ক্যাথলিক আর্চডায়োসিসের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ধর্মপ্রদেশীয় যাজকপ্রার্থীদের গঠনগৃহ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পাঁচতলা এ ভবনটি পান্থনিবাস হিসেবেও পরিচিত। স্থানীয় একজন ক্যাথলিক খ্রিস্টানের দান করা জমিতে এটি নির্মাণ করা হয়।
সেমিনারীটি বন্ধ করে দেবার পক্ষে কর্তৃপক্ষের জোরালো যুক্তি থাকতে পারে। তবে বিষয়টি আমার জন্য ব্যক্তিগত মনোবেদনার কারণ। ১৯৯৯ থেকে ২০০৭ পর্যন্ত আমি নিজেও ধর্মপ্রদেশীয় সেমিনারীয়ান ছিলাম, এবং এর মধ্যে ২০০১ এর জুলাই হতে ২০০৩ মে অবধি পান্থনিবাসের বাসিন্দা ছিলাম। এখান থেকে স্বনামধন্য নটর ডেম কলেজে পড়া, ঢাকার শহর চিনতে শেখা ও অগণিত হাসি-কান্নার স্মৃতি বিজড়িত দিনগুলো আজো মনে চির জাগরুক। ২০০৭ এর শেষে সেমিনারী জীবন ছেড়ে আসার পর পান্থনিবাসে আর যাওয়া হয় নি, অনেকবার মনে করেও শেষ পর্যন্ত যেতে পারি নি। তবুও মাঝে মাঝে মনের পাতায় আপনা আপনি স্মৃতির তর্পণ হতো। আজ তাই সেমিনারী বন্ধ হয়ে গেল শুনে মনটা বিষাদে ভরে গেল।
নানাবিধ কারণে পান্থনিবাস হতে বিগত কয়েক  বছর আগে পশ্চিম তেজতুরী বাজার হতে সেমিনারীটি তেজগাঁও  জপমালা রাণী চার্চের কাছাকাছি তেজকুনী পাড়া স্থানান্তর করা হয় । তারই পরবর্তী ধাপ হিসেবে পান্থনিবাস আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হল ১৪ মে, ২০১৮।
সবকিছুর ভাল মন্দ দিক থাকে, তাই সেমিনারী বন্ধের সিন্ধান্তেরও দুই পিঠ নিশ্চয়ই আছে। তবে যা শুনলাম তাতে খুব একটা আশাবাদী হবার নয়। এখন থেকে ঢাকা  আর্চডায়োসিসের একাদশ ও দ্বাদশ শ্রেণীর যাজকপ্রার্থীদের পড়াশুনা করতে হবে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা হাই স্কুল এন্ড কলেজে। শতবর্ষী বান্দুরা স্কুল  আমার প্রিয় বিদ্যাপিঠ, সম্প্রতি তা কলেজ সেকশন খুলেছে। কলেজ সেকশন বরাবরই ছাত্র সংকটে ভুগছিল, কারণ সব ছাত্রের স্বপ্ন এসএসসি পাশের পর ঢাকা যাবে, নটর ডেম কলেজের মতো দেশসেরা কলেজে পড়বে। আর তাই কলেজ সেকশন ছাত্রের অভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত।
আপাতত মনে হচ্ছে বান্দুরা কলেজের ছাত্র সংকট ঘোচানো পান্থনিবাস গুটিয়ে নেবার অন্যতম কারণ, যদিও এখানে আরো কিছু জড়িত  আছে কিনা আমার জানা নেই। তবে সিদ্ধান্তটি কতটা যৌক্তিক তা সময়ই বলে দেবে। আমি নিজে মনে করি আমি জীবনে যা কিছু হতে পেরেছি, তার অন্যতম অবদান বান্দুরা স্কুল ও নটর ডেম কলেজে আমার শিক্ষা জীবনের। তবে নটর ডেমকে আমি সব সময় এগিয়ে রাখবো, কারণ এ কলেজ আমাকে জগত ও জীবন সম্পর্কে শ্রেষ্ঠতম শিক্ষা দিয়েছে। বান্দুরা স্কুল ও কলেজের প্রতি যথার্থ সম্মান রেখে বলতে পারি, নটর ডেম স্ট্যান্ডার্ডে পৌঁছতে এখনো বহুদূর পাড়ি দিতে হবে।
পান্থনিবাস বন্ধের সিদ্ধান্তটি কতটা সুফল আনবে জানি না, তবে আমার আশংকা অনেক ছাত্র যারা যাজক হতে ইচ্ছুক এবং নটর ডেমে পড়ার স্বপ্ন দেখে তারা পিছিয়ে যেতে পারে। মন্ডলীতে ধর্মীয় জীবনে আহ্বান, বিশেষত যাজকীয় আহ্বান ধীরে ধীরে কমছে। অন্তত দেশের ৮ টি ধর্মপ্রদেশের মধ্যে তুলনামূলক বিত্তশালী ও প্রভাবশালী ঢাকা আর্চডায়োসিসের প্রেক্ষিত বিবেচনা করলে একথা বলাই বাহুল্য যে ধর্মপ্রদেশীয় যাজক হবার আহ্বান  সংক্রান্ত পর্যালোচনা করা গেলে এ সিদ্ধান্ত বুমেরাং হিসেবে  আবির্ভূত হবার  আশংকা রয়ে যায় ।।
END

No comments:

Post a Comment

দক্ষিণ এশিয়ায় ভোটের রাজনীতি এবং খ্রিস্টান সম্প্রদায়

Bangladeshi Christians who account for less than half percent of some 165 million inhabitants in the country pray during an Easter Mass in D...