Showing posts with label Family. Show all posts
Showing posts with label Family. Show all posts

May 11, 2020

My Mothers

Right: My mother Dolly Regina Costa & Left: My mother-in-law Ruplay Anna Costa

It's mother's day and almost everyone on my friend list are posting many things to pay tribute to their mothers on this special occasion. I have mixed feelings on the day. One part of my me thinks that mother's day is not necessary because we must have respect and love for our mothers everyday, and not embrace symbolic mother day observance once in a year. On the other side, I think it is good to have special day designated for our mothers, as it reminds us that our mothers have made huge sacrifices in their lives for us, and for the family. That we should make amends if we have not returned them enough love, respect and care that they deserve. 

I have two mothers. Dolly Regina Costa is my biological mother and Rupaly Anna Costa is my mother-in-law. My mother has spent her whole life raising her three sons and looked after a family of five, while my mother in law has taken care of a family of seven including four daughters and one son. Their lives have been full of struggles and suffering on various sides--social, economic, psychological and so on. Both of them had to stop their education early, married under family pressure and became what you can call typical rural Bangladeshi housewives. In most parts of their lives, they battled poverty to maintain family with little income under huge pressure. They suffered humiliation as they tried to raise their voice against injustice and inequality in the family and the society. They have also endured critical health conditions and life-and-death conditions several times, and still struggle against poor health due to high blood pressure and diabetic etc. 

The mothers have lived with great virtues--honesty, sincerity, hardworking mentality and they have imparted these qualities in their children as well. As they were stuck in rural households for decades, they had also their follies and shortcomings, but these are little compared to their great contributions in the family. They are great human beings and they have made their best efforts in observing their duties for the family and the society. Mother's Day is a time to contemplate on life of my mothers, and all great mothers around the world. Sometimes, we forget about what our mothers have done for us, so we don't pay due respect, love and care as they deserve. Let Mother's Day be a call for change in us, so we can return the favor to our mothers and make this world a beautiful place for them.
Happy Mothers Day 2020!

আজ মা দিবস এবং আমার তা‌লিকার প্রায় সবাই আজ‌কের এ বি‌শেষ দি‌নে তা‌দের মা‌য়ের প্র‌তি শ্রদ্ধা জা‌নি‌য়ে অ‌নেক কিছু লিখ‌ছে ও পোস্ট কর‌ছে। এ‌দি‌নকে ঘি‌রে আমার অনুভূ‌তি মিশ্র। আমার সত্তার এক‌টি অংশ ম‌নে ক‌রে মা দিব‌সের বি‌শেষ কোন প্র‌য়োজন নেই, কারণ আমার ম‌তে মা‌য়েরা প্র‌তি‌দিন আমা‌দের সম্মান ও ভা‌লোবাসা পাবার দা‌বিদার, এবং তার জন্য এক‌টি প্রতীকী দিবস উদযাপনের কোন দরকার নেই। অন্য‌দি‌কে সত্তার আরেক‌টি অং‌শের ম‌তে মা‌য়ে‌দের জন্য এক‌টি বি‌শেষ দিন থাকা অবশ্যই উ‌চিত, কারণ এ‌দিন‌টি আমা‌দের নতুন ক‌রে স্মরণ ক‌রি‌য়ে দে‌বে আমা‌দের মা‌য়েরা তা‌দের জীব‌নে কত সংগ্রাম ক‌রে‌ছেন আমা‌দের জন্য, প‌রিবা‌রের জন্য। এ‌দিন‌টি আমা‌দের যেন উদ্বুদ্ধ ক‌রে যা‌তে আমরা য‌দি মা‌য়ে‌দের প্রাপ্য সম্মান, ভা‌লোবাসা ও যত্নদা‌নে অব‌হেলা ক‌রে থা‌কি, আমরা যেন নি‌জে‌দের সং‌শোধন ক‌রি।

আমার মা দুইজন। আমার জন্মদাত্রী মা ড‌লি রে‌জিনা কস্তা এবং আমার শ্বাশু‌ড়ি মা রুপালী আন্না কস্তা। আমার জন্মদাত্রী মা সারা জীবন সংগ্রাম ক‌রে‌ছেন তিন ছে‌লে‌কে বড় কর‌তে ও পাঁচ জ‌নের সংসার‌কে টে‌নে নি‌য়ে যে‌তে। অন্য‌দি‌কে আমার শ্বাশু‌ড়ি তার চার মে‌য়ে ও এক ছে‌লেসহ সাতজ‌নের প‌রিবার‌কে সামলে জীব‌নে এতদূর এ‌সে‌ছেন। তা‌দের উভ‌য়ের জীবন ছিল নানামুখী সংগ্রাম ও বেদনায় পূর্ণ-- সামা‌জিক, অর্থ‌নৈ‌তিক ও মান‌সিক প্রভৃ‌তি। দুজ‌নের ক্ষে‌ত্রে অল্প বয়‌সে পড়াশুনা বন্ধ ক‌রে বি‌য়ে ক‌রে সংসার পাত‌তে হ‌য়ে‌ছিল প‌রিবা‌রের চা‌পে প‌ড়ে, এবং বাংলা‌দে‌শের আট‌পৌ‌রে গ্রাম্য গৃ‌হিনীর জীবন‌কে বে‌ছে নি‌তে হ‌য়ে‌ছিল। সী‌মিত আ‌য়ের সংসা‌রে দা‌রি‌দ্র্যের বিরু‌দ্ধে গোটা জীবন লড়াই ক‌রে প‌রিবার চালা‌তে হ‌য়ে‌ছে। প‌রিবার ও সমা‌জে অন্যায্যতা ও অসা‌ম্যের বিরু‌দ্ধে প্র‌তিবাদ কর‌তে গি‌য়ে অপমা‌ন সহ্য করে‌ছে। বেশ ক‌য়েকবার মারাত্নক স্বাস্থ্যহা‌নি, এমন‌কি জীব‌নের ঝুঁ‌কিপূর্ণ প‌রি‌স্থি‌তি‌ও মোকা‌বেলা কর‌তে হ‌য়ে‌ছে এবং এখ‌নো প্র‌তি‌নিয়ত উচ্চ রক্তচাপ ও ডায়া‌বে‌টিকের সা‌থে তা‌দের লড়াই চ‌লে।

মা‌য়েরা তা‌দের জীব‌নে মহৎ গু‌ণের চর্চা ক‌রে‌ছেন- সততা, নিষ্ঠতা ও ক‌ঠোর প‌রিশ্রম এবং তা‌দের সন্তান‌দের মা‌ঝে তা রোপণ ক‌রে‌ছেন। সারা জীবন গ্রাম্য প‌রি‌বে‌শে কু‌য়োবন্দীর ম‌তো থাকার কার‌ণে তা‌দের কিছু দীনতা ও সীমাবদ্ধতাও ছিল, কিন্তু প‌রিবার ও সমা‌জে তা‌দের ব্যাপক অবদা‌নের তুলনায় সেগু‌লো খুবই নগন্য। তা‌দের মানব জীবন মহিমা‌ন্বিত এবং তারা তা‌দের স‌র্বোচ্চ চেষ্টা ক‌রে‌ছেন প‌রিবার ও সমা‌জের প্র‌তি তা‌দের দা‌য়িত্ব পালন কর‌তে। আমার কা‌ছে তাই মা দিবস হ‌লো আমার মা‌য়ে‌দের জীবন এবং বি‌শ্বের সকল মহতী মা‌য়ে‌দের জীবন নি‌য়ে অনুধ্যান করার দিন। আমরা অ‌নেক সময় ভু‌লে যাই আমা‌দের জীব‌নে মা‌য়ে‌দের অবদা‌নের কথা এবং তা‌দের প্র‌তি যথার্থ সম্মান ও ভা‌লোবাসা জানা‌তে কার্পণ্য ক‌রি। মা দিবস আমা‌দের মন‌কে প‌রিবর্তন করুক যেন মা‌য়ে‌দের প্রাপ্য আমরা দি‌তে পা‌রি এবং এ পৃ‌থিবী‌কে তা‌দের জন্য একটি সুন্দর স্থা‌নে প‌রিণত ক‌রি।

শুভ মা দিবস ২০২০!

দক্ষিণ এশিয়ায় ভোটের রাজনীতি এবং খ্রিস্টান সম্প্রদায়

Bangladeshi Christians who account for less than half percent of some 165 million inhabitants in the country pray during an Easter Mass in D...