Showing posts with label Story. Show all posts
Showing posts with label Story. Show all posts

Feb 3, 2025

গল্প: সোনালী ভোর

Credit: gardenersworld.com

ভাগ্য নিয়ন্তার লীলাচক্রে ঠিক এমনি করে অমিতের দেখা পেয়ে যাবে, কোনদিন কল্পনাও করেনি অঞ্জন। বেশ কয়েক বছর আগে তন্নতন্ন করে খুঁজেও যে মানুষটার হদিশ পায়নি, যার জন্যে বারবার ভগবানের কাছে করজোড়ে মিনতি জানিয়েছে, বেঁচে থাকলে যেন অন্ত:ত একটিবার দু'জনের দেখা হয়।

সেই অমিত আজ তার সামনে এক জলজ্যান্ত সত্য হয়ে মূর্তিমান। দশটা বছর, সময়ের মাপকাঠিতে দীর্ঘই বটে। তবুও অমিত চ্যাটার্জীর মতো মানুষকে আগাগোড়া বদলে দেয়ার জন্য তা কি যথেষ্ট? তাইতো মেডিকেলের বেডে শায়িত সংজ্ঞাহীন অমিতের অস্থিচর্মসার দেহের দিকে অপলক তাকিয়ে থেকেও বিস্ময়ের ঘোর কাটতে চায় না তার। কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু, মেধাবী শিক্ষার্থী ও তুখোড় ছাত্রনেতা অমিতের উচ্ছল-তাগড়া অবয়বের সাথে আজকের অমিতকে কোনভাবেই মেলাতে পারে না সে। বিশ্বেশ্বরের বাসনা বোঝা বড় দায় কথাটা অমিতকে দেখে নতুন করে উপলব্ধি করলো অঞ্জন। মনে পড়ে গেল সকালের ছোট্ট ঘটনাটার কথা। দু'টি ঘটনার মাঝে যোগসূত্র খোঁজার চেষ্টা করলো সে। ঘুরে ফিরে মনে হতে লাগলো সত্যিই এ এক আশ্চর্য দৈব সংযোগ!

গল্প: সোনালী ভোর

Credit: gardenersworld.com ভাগ্য নিয়ন্তার লীলাচক্রে ঠিক এমনি করে অমিতের দেখা পেয়ে যাবে, কোনদিন কল্পনাও করেনি অঞ্জন। বেশ কয়েক বছর আগে তন্নতন্...