Showing posts with label Responsibility. Show all posts
Showing posts with label Responsibility. Show all posts

Mar 26, 2018

দা‌য়িত্বশীল স্বাধীনতা





স্বাধীনতা মা‌নে স্ব অধীনতা বা নি‌জের অ‌ধিকার ও সিদ্ধান্ত গ্রহ‌ণের নিরংকুশ ক্ষমতা। কিন্তু ব্যাপক অ‌র্থে স্বাধীনতা হ‌লো নি‌জের অ‌ধিকার ভোগ করা ও অন্য‌কে তা ভোগ কর‌তে দেয়ার চা‌বিকা‌ঠি। অার স্বাধীনতার অপর পি‌ঠে র‌য়ে‌ছে দা‌য়িত্বশীলতা। বলা হ‌য়ে থা‌কে, অাপনার স্বাধীনতা ততটুকুই যতটুকু অাপ‌নি হাত ও পা ছুঁড়‌তে পা‌রেন। অাপ‌নি রাস্তায় দাঁ‌ড়ি‌য়ে ই‌চ্ছেম‌তো হাত ও পা ছুঁড়‌তে পা‌রেন, কেউ বাঁধা দেবে  না, কারণ এটা করার স্বাধীনতা বা অ‌ধিকার অাপনার র‌য়ে‌ছে। কিন্তু অাপনার হাত ও পা যেন অন্য‌কে অাঘাত না ক‌রে, কারণ সেটুকু অাপনার স্বাধীনতা এখ‌তিয়া‌রে প‌ড়ে না। স্বাধীনতা যেন স্বেচ্ছাচা‌রিতা না হ‌য়ে ও‌ঠে সেটা বজায় রাখার দা‌য়িত্ব সক‌লের, য‌দিও স্বাধীন বাংলা‌দে‌শে তার ন‌জির অামরা খুব একটা দেখ‌তে পাই না, কারণ স্বাধীনতা ও দা‌য়িত্বশীলতা অা‌জো অামা‌দের মজ্জাগত হয় নি অার স্বাধীনতা ও স্বেচ্ছাচ‌ারিতার পার্থক্য অামা‌দের মগ‌জে অল্পই ধারণ কর‌তে পে‌রে‌ছি। অামা‌দের পূর্বপুরু‌ষেরা এক‌টি স্বাধীন দেশ উপহার দি‌য়ে গে‌ছেন, বহু ত্যাগ ও ব‌লিদা‌নের বি‌নিম‌য়ে। স্বাধীনতা মূল্যবান সম্পদ, অার তাই স্বাধীনতা‌কে অপব্যবহার ক‌রে যা‌চ্ছেতাই ক‌রে বেড়া‌লে অামা‌দের পূর্বসুরী‌দের অপমান করা হয়। এজন্য ই‌তিহাস কোন‌দিন অামা‌দের ক্ষমা কর‌বে না। অার তাই এবা‌রের স্বাধীনতা দিব‌সে শপথ নেই-- স‌ত্যিকা‌রের স্বাধীন হ‌বো, অন্য‌কে স্বাধীন কর‌বো, নি‌জে দা‌য়িত্বশীলভা‌বে স্বাধীনতা ভোগ কর‌বো, ও অন্য‌কে তা ভোগ কর‌তে সহায়তা কর‌বো।

গল্প: সোনালী ভোর

Credit: gardenersworld.com ভাগ্য নিয়ন্তার লীলাচক্রে ঠিক এমনি করে অমিতের দেখা পেয়ে যাবে, কোনদিন কল্পনাও করেনি অঞ্জন। বেশ কয়েক বছর আগে তন্নতন্...