![]() |
Wat Pho on the bank of Chao Phraya River in Bangkok, Thailand |
পৃথিবীটা হলো একটি বই। যারা বিদেশ ভ্রমণ করে না, তারা শুধুমাত্র একটি অধ্যায় পাঠ করে। মণীষীর এই উক্তি যে বাস্তবসম্মত তা সুস্থ স্বাভাবিক ব্যক্তিমাত্রই স্বীকার করবেন। কারণ, দেশ ভ্রমণ শুধুমাত্র বিনোদন নয় পাশাপাশি মূল্যবান শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের অপূর্ব সুযোগ। বলাই বাহুল্য দেশ ভ্রমণ করতে হলে পাসপোর্ট ও ভিসা ছাড়াও পর্যাপ্ত অর্থ প্রয়োজন হয়। বিশ্বের উন্নত দেশের মানুষের কাছে বিদেশ ভ্রমণ ডালভাত হলেও অনুন্নত দেশের মানুষের কাছে অনেকটাই বিলাসিতাতুল্য। কখনো কখনো কাজের সুবাদে বা ভাগ্যক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত কেউ কেউ বিদেশ গমনের সুযোগ পান। আমিও সেই দলের একজন যারা কাজের সুবাদে দেশ ভ্রমণের সুযোগ পেয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত থাইল্যাণ্ডে দশবার এবং শ্রীলংকায় একবার (২০১২) অফিসের কাজে যাওয়ার সুযোগ হয়েছে। এছাড়াও ব্যক্তিগতভাবে ২০১২ ও ২০১৮ সালে ভারতের পশ্চিমবঙ্গে বেড়াতে গিয়েছি। বলতে গেলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যাণ্ড আমার জন্য অনেকটা “সেকেন্ড হোম।” বিগত বছরগুলোতে থাইল্যাণ্ডের রাজধানী ব্যাংকক ছাড়াও পর্যটন নগরী পাতায়া ও হুয়া হিন ভ্রমণের সুযোগ হয়েছে। বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ ছাড়াও কিছু ভ্রমণ ছিল বিনোদন ও শিক্ষামূলক।