ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি (Photo: Stephan Uttom) |
২০০১ খ্রিস্টাব্দের জুলাই মাসে মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পড়তে ঢাকায় আসি। সে সময় অবধি গ্রাম ও মফ:স্বলের আলো-বাতাসে বড় হওয়া ও সদ্য কৈশোরের চৌকাঠ মাড়ানো দুরুদুরু বক্ষের একজন ছেলের জন্য ঢাকার মতো ব্যস্ত ও বিপুলায়তন নগরীতে আসাটাই এক অবিস্মরণীয় ঘটনা। তদুপরি দেশসেরা নটর ডেম কলেজের স্বপ্ন ছিল দুচোখে, যদিও মাধ্যমিকের রেজাল্ট ছিল নিতান্তই সাদামাটা। এখানেই দেখা পাই একজন পক্ককেশ জ্ঞানী কিন্তু নিতান্তই সাধাসিধে সন্ন্যাসব্রতী যাজকের। তিনি আর কেউ নন ফাদার বেঞ্জামিন কস্তা, নটর ডেম কলেজের অধ্যক্ষ।