May 22, 2020

মূল্য‌বো‌ধের খোঁ‌জে



জীব‌নে অ‌নেক কিছু হ‌তে চে‌য়ে‌ছিলাম- ধর্মযাজক, শিক্ষক, সরকা‌রি বা এন‌জিও কর্মকর্তা,  আরো ক‌তো কি! কিন্তু শেষ পর্যন্ত হ‌য়ে‌ছি সাংবা‌দিক। ২০০৮ খ্রিস্টা‌ব্দে এ‌শিয়া‌ভি‌ত্তিক আন্তর্জা‌তিক সংবাদ সংস্থা UCAN (www.ucanews.com)-এ যোগদান করি অ‌নেকটা কাকতালীয়ভা‌বে, এবং শূন্য থে‌কে শুরু ক‌রে কালক্র‌মে সাংবা‌দিকতা হ‌য়ে উ‌ঠে আমার পেশা, নেশা ও জীবনাহ্বান। আমার সাংবা‌দিক জীব‌নের যাত্রাপ‌থের কিছু কথা, অ‌ভিজ্ঞতা ও উপল‌ব্ধি সহভা‌গিতা করার সু‌যোগ ঘ‌টে‌ছে যুক্তরাষ্ট্র নিবাসী বন্ধু Leonard Bonny Plama এবং কানাডা নিবাসী John Sumon Gomes-র ‌বি‌শেষ আয়োজ‌নে। ব‌নি ও জন এ ক‌রোনা মহামারীর কা‌লে তা‌দের সৃজনশীলতার সদ্ব্যবহার ঘ‌টি‌য়ে "মূল্য‌বো‌ধের  খোঁ‌জে" নামক লাইভ আড্ডাতে বি‌ভিন্ন বাংলা‌‌দেশী ও প্রবাসী ব্য‌ক্তি ও প‌রিবা‌রের জীবন দর্শন, অ‌ভিজ্ঞতা ও উপল‌ব্ধি‌কে প্রকাশ করার সু‌যোগ ক‌রে দি‌য়ে‌ছেন। তাদের এ অ‌ভিনব ও সুন্দর প্রয়াস‌কে সাধুবাদ জানাই।

‌নি‌চের লিং‌কে আমার সা‌থে ব‌নির ক‌থোপকথ‌নের ইউ‌টিউব ভি‌ডিও‌টি পাওয়া যা‌বে। আগ্রহীগণ চাই‌লে এক নজর বোলা‌তে পারেন। য‌দি ভাল লাগে লাইক, ক‌মেন্ট ও শেয়ার কর‌বেন এবং জন ও ব‌নির প্র‌যোজনায় চা‌লিত Seeking of Values চ্যা‌নেল‌টি সাবস্ক্রাইব করুন।

একজন সাংবাদিকঃ খ্রীষ্ঠিয় মূল্যবোধ ও বাস্তবতার সংবাদ কর্মী



No comments:

Post a Comment

দক্ষিণ এশিয়ায় ভোটের রাজনীতি এবং খ্রিস্টান সম্প্রদায়

Bangladeshi Christians who account for less than half percent of some 165 million inhabitants in the country pray during an Easter Mass in D...