Photo Credit: knowledge.instead.edu |
ভালো লোক কড়া ও রাগী চরিত্রের হয়ে থাকে। কারণ তারা অন্যায়, অসঙ্গতি ও বিশৃংখলা বরদাশত করতে পারে না, কাউকে সন্তুষ্ট করার জন্য মিথ্যাচার করে না, অাত্নতুষ্টির জন্য মিথ্যা প্রশংসাও হজম করে না।
একজন মনিষী বলেছেন, "যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে।" প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন অাহমেদ বলে গেছেন, "রাগী মানুষই ভালো মানুষ, অার যারা শয়তান তারা লাথি খেয়েও মিচকা হাসি দিতে পারে।" রাগ একটা শক্তি, যে তা সঠিকভাবে ব্যবহার করতে জানে, সে জীবনে সফল হতে সক্ষম। যেমন অাগুন দিয়ে বাতি জ্বালানো যায়, রান্না করা যায়, অাবার অাগুন দিয়ে ঘরও পোড়ানো যায়। সুতরাং কে কীভাবে রাগকে ব্যবহার করবে তার উপর ভালো বা মন্দ ফলাফল নির্ভর করবে। অাপনি যদি রাগী লোক হন তাতে সমস্যা নেই, এর উপযুক্ত ব্যবহার করুন।
একটি শিক্ষনীয় গল্প এখানে প্রণিধানযোগ্য। এক হাইস্কুলে দুই বন্ধু পড়াশোনা করতো, একজন বুদ্ধিমান অার অন্যজন কিছুটা বোকা স্বভাবের। দুজনের কারোই পড়াশোনায় তেমন ভালো ছিলো না, কারণ পড়াশোনা বাদে অন্য সবকিছু, যেমন, মাছ ধরা, পাখি শিকার করা, বাজারে যাওয়া, সিনেমা দেখা ও খেলাধুলা করা সবটাতেই তাদের প্রচুর অাগ্রহ ছিলো। দশম শ্রেণীতে ১ম ও ২য় সাময়িক দুইজনই সব বিষয়ে ফেল করলো। প্রধান শিক্ষক দুইজনকে ডেকে অাচ্ছামতো তিরস্কার করলেন, এবং বললেন, "তোমরা দুই গাধা, তোমাদের পড়াশোনা যা হাল তাতে অাগামী দশ বছরেও তোমরা এসএসসি পাশ করতে পারবে না।" তিরস্কারের ফলশ্রুতিতে দুইজনের দুইরকম প্রতিক্রিয়া হলো। বুদ্ধিমান বন্ধুটির খুব রাগ ও অপমানবোধ হলো। যে মনে মনে জেদ করলো সে তার শিক্ষককে ভুল প্রমাণ করে ছাড়বে এবং এক চান্সেই পাশ করবে। সে ব্যাপকভাবে পড়াশোনা শুরু করলো। অার বোকা বন্ধু রাগ ও জেদ করে পড়াশোনা একপ্রকার বন্ধই করে দিলো। ফলে তার অার এসএসসি পাশ করা হলো না কোনদিন।
সুতরাং এখন বিবেচনার বিষয় অামি বা অাপনি কোন বন্ধুর দলে পড়তে চাই। রাগ করে করে যে ভালো কিছু করে সে যেমন লোকের শ্রদ্ধা ও সম্মান অর্জন করতে পারে, কিন্তু যে কিনা রাগের বশে নিজের ও অন্যের ক্ষতি করে, তার নিজের জীবনে তো উন্নতি হয়ই না বরং তার পরিবার ও সমাজ তাতে ক্ষতিগ্রস্ত হয়, সকলের নিকট সে অবজ্ঞার পাত্রে পরিণত হয়।।
No comments:
Post a Comment